30 C
Dhaka
Sunday, August 10, 2025

গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গু-লিবর্ষণ

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে গভীর রাতে বিএনপি নেতা মো. মাহমুদুল হাসানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

বিএনপি নেতা মাহমুদুল হাসান বরমী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার ছেলে মো. কামরুল ইসলাম শিবলী সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদল কর্মী।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাহমুদুল হাসানের বাড়িতে এই গুলিবর্ষণ করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আ.লীগের প্রসঙ্গ, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতা মাহমুদুল হাসান বলেন, বাড়িতে গুলির ঘটনায় আমরা আতঙ্কিত। বাড়িতে আমরা ঘুমিয়েছিলাম। গভীর রাতে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখতে পাই জানালার কাঁচ ছিদ্র হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবারও অন্য একটি কক্ষের জানালায় গুলি করা হয়। এরপর আরও একটি গুলি করা হয়।

তিনি বলেন, জানালার কাঁচ ভেদ করে একটি বুলেট ঘরের সোফার কাপড়ে বিদ্ধ হয়, এছাড়াও ঘরের দেয়ালে গুলি বিদ্ধ হয়। শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা বা কেন, কি কারণে গুলি করেছে তা জানতে পারানি।

আরও পড়ুনঃ  পাকিস্তানে ডাকাত ধরতে গিয়ে ১২ পুলিশ সদস্য নিহত

মাহমুদুল হাসান বলেন, আমার সাথে কারো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আমি থানায় এজাহার দায়ের করেছি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ