32 C
Dhaka
Friday, October 17, 2025

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মাহমুদ আব্বাস বলেছেন, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

জবাবে ট্রাম্প আব্বাসকে বলেছেন, তিনিও ‘যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন’ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

আরও পড়ুনঃ  হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে নিশানা করে ইসরায়েলের বিমান হামলা

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। এই জয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মাহমুদ আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদ আব্বাস।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় ইতোমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।

আরও পড়ুনঃ  ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব, ঘোষণা এফবিআই পরিচালকের

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নেই। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে এই যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ