26 C
Dhaka
Thursday, May 1, 2025

জরুরি বৈঠকে বৈ*ষম্য*বিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়ার বিষয়ে জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমরা বৈঠকে সিদ্ধান্ত নেব। বৈঠক চলমান রয়েছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্মের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুনঃ  ঘোষণা*পত্র থেকে সরে দাঁড়াল বৈষম্য*বিরোধী ছাত্র আন্দোলন

গত রবিবার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন।

তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ