34 C
Dhaka
Saturday, October 18, 2025

বিশ্ব*বিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় থেকে পিস্ত*লসহ ৪ তরুণ-তরুণী আটক

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় থেকে পিস্তলসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দুই তরুণীর একজনের নাম তাসনিম স্বর্গ তার বাসা ধাপ কটকিপাড়া ও আর একজন লালমনিরহাট হাতীবান্ধা থানার সাদিয়া তার বর্তমান ঠিকানা রংপুর কলেজপাড়া।

তরুণদ্বয় হারুনউর রশিদ মেহেদির বাবা আতাউর রহমান ঠিকানা সুন্দরগঞ্জ গাইবান্ধা ও একই এলাকার কাওসার আহমেদের বাবা সোলায়মান আলী।গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ তাদের একটি প্রাইভেট গাড়িসহ আটক করে। পরে এই চার তরুণ-তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একইসঙ্গে আটক চার তরুণ অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানতে হবে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ