33.2 C
Dhaka
Friday, July 11, 2025

৩০ লক্ষ নয়, ৩ লক্ষ মানুষ মা*রা গিয়েছে মুক্তি*যুদ্ধে: মেজর ডালিম

শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা।অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন।

রবিবার (৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ইউটিউবে রাত ৯ টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন।যেখানে তিনি তাঁর জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন।মেজর ডালিমের বিশেষ সেই সাক্ষাৎকারের ধারাবাহিকভাবে ৫ পর্বের পাঠকদের জন্য আজ থাকছে দ্বিতীয় পর্ব।

আরও পড়ুনঃ  ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামা*য়াত আমীর, জবাব বিএন*পির

আরও পড়ুনঃ বিশ্বে এই প্রথম প্রধানমন্ত্রী, মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন
ইলিয়াসের যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল,অসংখ্য নারী সম্ভ্রম হারিয়েছিল,প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন,কথাটা কিভাবে জন্ম নিল এটার ইতিহাস বললে,আমি তোমাকে আবার স্মরণ করে দিতে চাই; মুজিব যখন সিরাজ ভাই আর রেজাউল করিম সাহেব কে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করছে; সত্যিই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? নাকি আমারে কোথাও নিয়ে মাইরা ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই উনাকে বললেন মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারব না সেটা আপনার সিদ্ধান্ত ।তখন তিনি(শেখ মুজিব) বলেন ইন্টারভিউ নিবেতো যে ক্ষয়ক্ষতি কত?

আরও পড়ুনঃ  তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপ*মাত্রা

আরও পড়ুনঃ আগামীকাল সারা দেশে কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা
তখন তিনি (সিরাজ ভাই) বলেন, এই সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় তিন লক্ষের মত। পরে তিন লক্ষ কে যখন ইন্টারভিউ নিতে আসছিল, যখন মুজিবকে জিজ্ঞেস করছিল, হোয়াট ইজ দ্যাট থিংকিং অফ লসেস লাইফ ডিউরিং দা ফ্রিডম ফাইটিং? তিনি (শেখ মুজিব) বললেন থ্রি মিলিয়ন। তিন লক্ষ কে বানাই ফেলাইলো ৩ মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বানানো শুরু হল, তিন মিলিয়ন। ওটা চলতে আছে, চলতেই আছে, চলতেই আছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ