26 C
Dhaka
Wednesday, February 19, 2025

ছাত্র*দলের অনুষ্ঠানে ছাত্র*লীগের স্লোগান

শিক্ষা, শান্তি, প্রগতি-নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে সম্প্রতি এক ছাত্রদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে এই বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সেখানেই তিনি ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের বলে উল্লেখ করেন। যদিও বিষয়টিকে ‘ভুল হয়েছে’ বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।

আরও পড়ুনঃ  হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে

ইতোমধ্যে ভিডিও বক্তব্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেদের মূলনীতি ভুলে ছাত্রদল নেতার এমন বক্তব্যকে ঘিরে ব্যঙ্গ-রসাত্মক আলোচনা চলছে জেলাজুড়ে। এ নিয়ে খোদ ছাত্রদলের জেলা-উপজেলার নেতারা পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে।

বক্তব্যের বিষয়ে বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুলেই ছাত্রদলের মূলনীতি না বলে ছাত্রলীগের মূলনীতি বলেছি বক্তব্যে। আমি কখনও ছাত্রলীগের রাজনীতি করিনি। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ