29 C
Dhaka
Thursday, February 20, 2025

বৈষম্য*বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন কর্মসূচি

জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে কর্মসূচি পালন করবে।

জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে দেশের প্রত্যেকটি জেলায় এই কর্মসূচি চলমান থাকবে।

এদিকে জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য মনিরা শারমিন গণমাধ্যমে বলেন, সোমবার জাতীয় নাগরিক কমিটির কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকার বাইরে গিয়েছেন। ঢাকার বাইরে সব জায়গায় এখনো লিফলেট যায়নি। মঙ্গলবারের মধ্যেই কুরিয়ারে সব জায়গায় লিফলেট চলে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শহীদের বাবাকে হাসপাতালের মেঝেতে দেখে ডা. তাসনিম জারার ক্ষোভ

মনিরা জানান, গণসংযোগ ছাড়াও ঢাকার বাইরে বেশ কিছু জায়গায় কমিটি গঠনের কাজেও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা থাকবেন।

এর আগে গেল শনিবার বাংলামোটরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণসংযোগ কর্মসূচি দেয়ার কথা জানিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এই কর্মসূচিতে লিফলেট বিতরণ, সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করা হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ