ইলিয়াস আলীকে গুমের পর তার স্ত্রী ও সন্তানদের কৃত্রিম সান্ত্বনা দিয়েছিলেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
ইলিয়াস আলী গুমের পর তার স্ত্রী ও সন্তানকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা।
র্যাব সদস্যরাই প্রতারণার আশ্রয় নিয়ে এ সাক্ষাতের আয়োজন করেছিল। এ গুমের সঙ্গে কোনোভাবেই প্রধানমন্ত্রী জড়িত নন, তা বোঝানোর জন্য এই সাক্ষাতের আয়োজন করা হয়।
এসএসএফের তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে আরও জানা গেছে, সেই দিন তিনি একটি পুরোনো শাড়ি খুঁজে এনে পরেছিলেন।
ইলিয়াস আলীর গুমের ঘটনা শুনে শেখ হাসিনা যে মর্মাহত তা বোঝানোর জন্যই এই নাটক করেন তিনি।
ইলিয়াস আলীকে গুম করে হত্যার জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবে নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেন। তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী সংশ্লিষ্টদের ডেকে এ দায়িত্ব দিতে চাইলে অনেকের পরামর্শ ছিল এ কাজ করা ঠিক হবে না।