22 C
Dhaka
Tuesday, February 18, 2025

বৈষম্য*বিরোধী নেতাদের নিয়ে আপত্তি*কর পোস্ট, প্রতিবাদ করায় মারধর

এ পোস্ট দেখে সাজ্জাদ মিয়া তার ‘এম ডি সাজ্জাদ হোসেন’ নামের ফেসবুক আইডিতে জিল্লুরের পোস্টটির স্ক্রিনশর্ট দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের মানববন্ধনসহ সব কর্মসূচি নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।’

ফরিদপুর জেনারেল হাসপাতালের সার্জিকাল ওয়ার্ডে চিকিৎসাধীন সাজ্জাদ মিয়া বলেন, জিল্লুর ভাই মঙ্গলবার সন্ধ্যায় কথা বলার কথা বলে ডেকে আমাকে নিয়ে তিনিসহ পাঁচজন মিলে লাঠিপেটা করে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুনঃ  ‘আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীর উপভোগ করুক’

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে সাজ্জাদ মিয়াকে হাসপাতালে আনা হয়। তাকে লাঠি দিয়ে মারা হয়েছে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে বাম হাতে ব্যথা পেয়েছেন। তবে আঘাত গুরুতর নয়।

এ ব্যাপারে বিটিভির সাবেক ক্যামেরা পার্সন জিল্লুর রহমান মোবাইল না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ