22 C
Dhaka
Tuesday, February 18, 2025

মোদির সফরকে কেন্দ্র করে হত্যা*র ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যু*নালে অভিযোগ

২০২১ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহিদ, আহত ও নিপীড়িতদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ জমা দেয়া হয়েছে।

ম্গলবার (৭ জানুয়ারি) ওই আন্দোলনের সময় নিহত আসাদুল্লাহ রাতিন (১৭) এর বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলে পর আখতার হোসেন সাংবাদিকদের জানান, ২০২১ সালে দেশের সমস্ত মানুষ ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সারাদেশে আন্দোলন সংগ্রাম করছিলেন। সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর ওপরে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল।

আপনার মতামত লিখুন:
আরও পড়ুনঃ  ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে হামলা করলো হুতি
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ