22 C
Dhaka
Tuesday, February 18, 2025

মা*রা যাওয়ার দিন বলেছিল, ‘আজ আমরা সারা*রাত গল্প করব, আড্ডা দিবো আম্মা’

মারা যাওয়ার দিন বলেছিল, ‘আজ আমরা সারারাত গল্প করব, আড্ডা দিবো আম্মা’
জেনিনের ফিলি*স্তি*নি তরুণী শাথা আল-শাব্বাগ, ছবি , বিবিসি
ফিলি*স্তিন কর্তৃপক্ষ (পিএ বাহিনী) ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাথা আল-শাব্বাগের মাথায় গুলি করে হত্যা করা হয়। শাথা অধিকৃত ফিলি*স্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা ছিলেন। তিনি সাংবাদিকতার মাধ্যমে নির্যাতনের চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। তার মা উম্মে আল-মোতাসিম বিবিসিকে একটি সাক্ষাতকারে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বলেন, ‘সেই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা এখনও ভুলতে পারছি না। ঘুমাতে পারছি না’।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন জায়গায় ভূমি*কম্প অনুভূত

শাথা বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি কোথাও যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়। শাথা মারা যাওয়ার দিন বলেছিলেন, আজ আমরা সারারাত গল্প করব, আড্ডা দেবো আম্মা’। তিনি বলেন, হঠাতই মেয়ের মাথায় পরপর কয়েকটা গুলি এসে লাগে। যেন রক্তের সাগরে সে তলিয়ে যেতে শুরু করে। আমি চিৎকার করে গুলি বর্ষণকারীদের বলছিলাম, গুলি বন্ধ করুন। আমার মেয়ে মরে গেছে’।

তিনি বিবিসিকে বলেন, ‘পিএ ছাড়া এ দায় আর কারও না, কারণ পিএ সদস্যরাই ছিল তখন। বাইরে থেকে কেউ আসতে বা যেতে পারবে না।’

আরও পড়ুনঃ  ঘোষণা*পত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছে না বিএনপি

এদিকে পিএ ‘সন্ত্রা*সীদের’ ওপর এ হত্যাকাণ্ডের দায় চাপিয়েছে। পিএ সাধারণত জেনিন ব্যাটালিয়নের সদস্যদের বোঝাতে ‘সন্ত্রা*সী’ শব্দ ব্যবহার করে। প্যালে*স্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) ও ফিলি*স্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারাও পশ্চিম তীরে জেনিন ব্যাটালিয়নের অংশ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ