22 C
Dhaka
Thursday, February 20, 2025

বরিশা*লে মন্দা যাচ্ছে ‘মানুষ কেনা-বেচা’

এখন ৫০০ টাকায় চলছে। তবুও কাজ পাছে না অধিকাংশ শ্রমিকরা। কাজ না পেলে অনাহারে অর্ধাহারে সময় কাটাতে হয় তাদের। তাই বাধ্য হয়েই কম টাকাতেও কাজে যাচ্ছেন অনেকে শ্রমিক।

দিন খেটে খাওয়া অধিকাংশ শ্রমিকদের রয়েছে আশা, ব্রাক, গ্রামীন শক্তি, পল্লীসহ একাধীক এনজিও কাছ নেওয়া লোন। কাজ হোক আর নাই হোক সপ্তাহিক কিস্তিতে নেই কোন মাপ। কিস্তি না দিতে পারলে শুনতে খারাপ আচারন। এবং অনেক বাড়ি ঘরে থাক মালামাল বিক্রি করেও দিতে হচ্ছে কিস্তির টাকা। এযেন দেখার কেউই নেই। প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পয়েন্ট গুলোতে জমজমাট থাকে শ্রমিকের বেচাকেনা। প্রয়োজন অনুযায়ী চলমান বাজারদরে এসব এলাকা থেকে সহজেই দৈনিক মজুরিতে নগরের বিভিন্ন জায়গায় কাজে যান তারা। এ এক নিত্যদিনের চিত্র।

আরও পড়ুনঃ  অন*লাইনে রেজার অর্ডার দিয়ে পেলেন শসা ছিলার মেশিন: তরুণীর ক্ষোভ।

বরিশালের কয়েকজন ঠিকাদারের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানি চলছে। প্রায় দেড় বছর ধরে প্লান অনুমোদনে জটিলতা থাকায় হাজার হাজার নির্মাণ শ্রমিক, জমির মালিক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট বৃন্দসহ নান পেশার মানুষ অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এই সমস্যা গুলো কারনে কর্মহীন হয়ে পড়ছেন ‘মানুষ কেনা-বেচা’ হাটের দিন খেটে খাওয়া মানুষ গুলো।

বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন, বেশ কিছু দিন ধরে বরিশালে প্রচুর ঠান্ডা পড়ছে। তার মধ্যেও দিন খেটে খাওয়া মানুষ গুলো আয়ের উদ্দ্যেসে কুয়াশার মধ্যে কাজের খোঁজে বের হচ্ছে। কারন তারা কাজ না করলে না খেয়ে থাকবে তার পরিবারের সদস্যরা। তবে সরকারের পক্ষ থেকে দিন খেটে খাওয়া এই মানুষ গুলোর দিকে নজর নেওয়া খুবই প্রয়োজন বলে মনে করেন তিনি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ