28 C
Dhaka
Sunday, October 19, 2025

ডিজিটাল বোর্ডে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ ভেসে উঠতেই হাস*পাতালে তাণ্ডব

‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন লেখা নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠার জেরে ওই হাসপাতালটিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল সড়কের ‘সিটি হসপিটাল’-এ ওই হামলা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে হঠাৎ তাদের স্ক্রিনে শব্দগুলো ভেসে উঠতে দেখতে পেয়ে ডিভাইসটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার রাতে বিএনপির কিছু নেতাকর্মী পুনরায় হাসপাতালে এসে বন্ধ থাকা স্ক্রিন পুনরায় চালু করতে বললে হাসপাতালের গার্ড চালু করলে আবারও একই লেখা ভেসে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে তারা হাসপাতালের সাইবোর্ড, ফার্মেসী, ল্যাব, এক্সে রুমসহ পুরো হাসপাতালের ব্যাপক ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা গ্রাউন্ড ফ্লোরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে বললেন ড. ইউনূস

আরও পড়ুন: কে জানত, এটিই জীবনের শেষ ছবি হয়ে থাকবে: মর্মান্তিক দৃশ্যের সাক্ষ্য দিলেন তাজরিন

এ বিষয়ে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কারা বার বার এমন ঘটনা ঘটাচ্ছে বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি যারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ