28 C
Dhaka
Sunday, October 19, 2025

সাকিব ক্ষমা চাইলে আন্ত*র্জাতিক ক্রিকেটে ফিরবো -তামিম ইকবাল

তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত নিয়ে যখন পুরো দেশজুড়ে আলোচনা তুঙ্গে, তখন এক সাক্ষাৎকারে তাঁর দেওয়া কিছু মন্তব্য আরও বড় আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয় গণমাধ্যম “ক্রেজি ক্যাপশন”কে দেওয়া একান্ত আলাপচারিতায় তামিম খোলামেলা আলোচনা করেন নিজের অবসর এবং সাকিব আল হাসানের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে।

মনমালিন্যের শুরু;

তামিম জানান, “আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের। তবে এটা কখনোই মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। কিন্তু ব্যক্তিগত কিছু ব্যাপার এমন জায়গায় পৌঁছে যায়, যেখানে সম্পর্কের টানাপোড়েন অনিবার্য হয়ে ওঠে।”

আরও পড়ুনঃ  আনার হত্যা; নেপালে ডিবি, সিয়াম আটক

তামিম দাবি করেন, জাতীয় দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের কিছু সিদ্ধান্ত তাঁর জন্য অপমানজনক ছিল। “আমি দলের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে এমন কিছু আচরণ প্রত্যাশা করিনি। আমাদের মধ্যে কথা বলার অনেক সুযোগ ছিল, কিন্তু সেটা হয়নি।”

অবসরের সিদ্ধান্ত:

তামিম বলেন, “অবসর নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে যখন দেখলাম দলের পরিবেশ আমার জন্য কাজ করছে না, তখন নিজেকে সরিয়ে নেওয়াই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “জাতীয় দলের প্রতি আমার ভালোবাসা অমলিন। আমি সবসময় চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। কিন্তু কিছু সময় নিজের মানসিক শান্তির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়।”

আরও পড়ুনঃ  আমার শরীরের অংশ দেখা গেছে সেটা বড় বিষয়ই না,আমি নাকি ওভার রিয়্যাক্ট করছি

সাক্ষাৎকারে তামিম একটি বিস্ফোরক মন্তব্য করেন: “আমি কখনো চাইনি আমাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছাক। যদি সাকিব প্রকাশ্যে আমাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চান, আমি ফিরে আসার কথা ভাবতে পারি। কারণ আমি দেশের জন্য খেলতে চাই, ব্যক্তিগত দ্বন্দ্ব মিটিয়ে দলকে একসঙ্গে এগিয়ে নিতে চাই।”

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ