29 C
Dhaka
Thursday, February 20, 2025

বাড়ির সামনের দেয়ালে ‘সম*ন্বয়ক, মৃত্যু জন্য প্রস্তুত হও’—লেখার প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে বাড়ির সামনের দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যু জন্য প্রস্তুত হও’—লেখার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) টুমচর ইউনিয়নে এই কর্মসূচি পালন করেন তারা।

মিছিলটি সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজার থেকে শুরু হয়ে টুমচর বাজার গিয়ে শেষ হয়। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক এম পারভেজ হোসেন ও এম এ আরিফ প্রমুখ।

সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজারে একটি দোকানের দেওয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’, লেখা দেখা যায়।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না: ডা. শফিকুর রহমান

এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ছাড়া বিভিন্ন দেওয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে’ এমন লেখায় ছেয়ে যায়। ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ