29 C
Dhaka
Thursday, February 20, 2025

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পেশিশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ‘পোস্ট*ডিলিট করো, সমস্যা হবে’

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা বলেন, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্র-জনতার শহীদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আমরা ও আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যে কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলেই দল থেকে বহিষ্কার করা হবে।

জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

আরও পড়ুনঃ  প্রয়োজনে ভারতে ত্রাণ পাঠানো হবে: উপদেষ্টা নাহিদ

গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেননি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে তারা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন। এরই ধারাবাহিকতায় ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ