লং ডিস্ট্যান্স প্রেমে থাকা দুইজনের শারীরিক ঘনিষ্ঠতার অভাব অনেক সময় সম্পর্কের ওপর প্রভাব ফেলে।
কিন্তু চীনের চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট একটি “চুম্বন যন্ত্র” তৈরি করেছে,
যা দূরে থেকেও প্রেমিক যুগলদের চুমু খাওয়ার অভিজ্ঞতা দিতে সাহায্য করবে!!
এই যন্ত্রে সিলিকনের ঠোঁট এবং প্রেশার সেন্সর রয়েছে, যা একে অপরের অনুভূতি অনুভব করতে সহায়তা করে।
এতে দূরে থেকেও একে অপরের শারীরিক নৈকট্য অনুভব করা সম্ভব হবে, যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে!
তথ্যসূত্র: CNN
আপনার মতামত লিখুন: