30 C
Dhaka
Thursday, February 20, 2025

যু.দ্ধবিরতির আলোচনার মধ্যেই হামলা ইসরা*য়েলের, গাজায় নি.হত ৬২

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ‘আলোচনায় অগ্রগতির’ মধ্যেই একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উপত্যকাজুড়ে ৬২ জন নিহতের তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণ করা অঞ্চলে দৈনিক হতাহতের সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬ জন নিহতের তথ্য দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।

আমেরিকার প্রচেষ্টায় ও কাতারের মধ্যস্ততায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার থেকে চাউর হয়েছে। চুক্তির ঘোষণা যেকোনো সময় আসতে পারে বলেও গতকাল খবর দিয়েছিল টাইমস অব ইসরায়েল। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাবেন প্রধানমন্ত্রী

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ হাজার ৭০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত এক লাখ ১০ হাজার ২৬৫ জনে।

অধিকৃত পশ্চিম তীরে নিহত ৬, গ্রেপ্তার ১২ ফিলিস্তিনি
হামাসের সশস্ত্র শাখা, কাসাম ব্রিগেডস বলছে, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন হামাসের সদস্য। তারা হলো–বাহা ইব্রাহিম আবু আল-হাইজা (৩৩), মোয়ামেন ইব্রাহিম আবু আল-হাইজা (২৮), আমির ইব্রাহিম আবু আল-হাইজা (২৮) ও ইব্রাহিম মোস্তফা কানারি (২৩)।

আরও পড়ুনঃ  মেয়েদের এতিমখানায় গিয়ে ‘রেগে গেলেন’ জাকির নায়েক

এক বিবৃতিতে নিহত অন্য দুই ব্যক্তিকে হুসাম হাসান কানুহ ও মাহমুদ আশরাফ ঘারবিয়েহ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ আশ্রয় নিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোয়ও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানেও হতাহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ