30 C
Dhaka
Thursday, February 20, 2025

যু*দ্ধবিরতির খবরে ফিলি*স্তিনিদের উল্লাস

যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তে সম্মত হয়েছে ইসরায়েল-হামাস। এ খবর প্রকাশের সাথে সাথে গাজার রাস্তায় নেমে উল্লাস করছেন ফিলিস্তিনিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এদিকে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকার মানুষের উল্লাসের কিছু ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। এতে যুদ্ধবিরতির খবর পেয়ে ফিলিস্তিনিদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। দীর্ঘদিন পর ফিলিস্তিনিদের মধ্যে এমন দৃশ্য দেখা গেল।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের অবসান হতে যাচ্ছে। হামাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এ তথ্য জানায় বিবিসি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ, এটা তোমার থেকে আশা করিনি

গাজার রাস্তায় নেমে উল্লাস করছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স
গাজার রাস্তায় নেমে উল্লাস করছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তের দাবি পেশ করেছে। কাতারের আলোচনার অবস্থা নিয়ে একটি সংবাদ সম্মেলন করার আগে হামাসের ওই কর্মকর্তা বিবিসির সাথে কথা বলেন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ভূমি নিয়ে তারা ফিলাডেলফি করিডোর সম্পর্কে নতুন দাবি জানিয়েছে। মাসের পর মাস ধরে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ