30 C
Dhaka
Thursday, February 20, 2025

আগামীতে *আমাদের যে নেতা হবে, তারা যেন পুরুষ হয়: আমির হামজা

ইসলামী বক্তা মুফতি আমির হামজা মন্তব্য করেছেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবেন, তারা যেন পুরুষ হন। গত সপ্তাহে শনিবার সন্ধ্যায় সিলেটে একটি তাফসির মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তাফসির মাহফিলে হামজা পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, নেতৃত্ব দেওয়ার উপযোগী ব্যক্তি পুরুষ হবে। কোনো নারী নেতা হতে পারবেন না।

একই সঙ্গে কোনো জালিম নেতা ক্ষমতায় আসার অধিকার রাখে না। তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর আমরা অনেককে জুলুম করতে দেখেছি।

আরও পড়ুনঃ  ঘুষের টাকা নেন গুনে, কম হলে দেন ফেরত

তবে যারা মাজলুম, তারা যেন ক্ষমতায় এসে জালিম হয়ে না যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের গত ৫৩/৫৪ বছরের শাসন ব্যবস্থায় যারা ক্ষমতায় ছিলেন, তাদের বেশিরভাগই গাফেল ছিলেন। তারা কুরআন সম্পর্কে সচেতন ছিলেন না।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=eeR5_Nr0sNU

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ