24 C
Dhaka
Thursday, February 20, 2025

লস অ্যাঞ্জেলসে ধেয়ে আসছে আ*গুনের টর্নেডো!

যুক্তরাষ্ট্রের এঞ্জেলাসে ৯ দিন ধরে চলা ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দাবানলে নৃশংসভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা বর্তমানে টর্নেডোর ঝুঁকির মধ্যে রয়েছে, বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞরা জানান, এমন বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে দাবানল নিজস্ব আবহাওয়া তৈরি করছে, যা টর্নেডো সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়ে শুষ্ক হয়ে গেছে, যা নতুন দাবানল সৃষ্টি করতে পারে। আবহাওয়াবিদ টন হল বলেন, এই পরিস্থিতিতে শক্তিশালী টর্নেডো সৃষ্টি হতে পারে, কারণ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত কয়েক মাসে বৃষ্টি না হওয়ায় বাতাসের মান ও গতি আরও খারাপ হয়ে গেছে। মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর এক সপ্তাহের জন্য সতর্কতা জারি করেছে।

আরও পড়ুনঃ  স্ত্রী-সন্তানের সঙ্গে ঝামেলা করায় মাকে হত্যা করলেন ছেলে

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলাসে দাবানলের কারণে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমলেও, ‘স্যান্টা আনা’ বাতাসের প্রভাবে দাবানল আবারও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকাটি ব্যাপকভাবে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ