31.1 C
Dhaka
Thursday, August 7, 2025

ছাত্রদল নেতার সঙ্গে জাবিতে ঘুরতে গিয়ে আটক হলেন ছাত্র*লীগ নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল নেতার সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে তাকে দেখতে পায় শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী শিমুলকে চিনতে পারলে শিক্ষার্থীরা তাকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাংবাদিকদের উপস্থিতিতে শিমুলকে আশুলিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে বললেন ড. ইউনূস

জিজ্ঞাসাবাদের সময় শিমুল স্বীকার করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ তাকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন।

পরে আহমদ উল্লাহকেও পুলিশ আটক করে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ