30 C
Dhaka
Thursday, February 20, 2025

ছাত্রদল নেতার সঙ্গে জাবিতে ঘুরতে গিয়ে আটক হলেন ছাত্র*লীগ নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল নেতার সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে তাকে দেখতে পায় শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী শিমুলকে চিনতে পারলে শিক্ষার্থীরা তাকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাংবাদিকদের উপস্থিতিতে শিমুলকে আশুলিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ঘরের দরজায় ৫ ফুটের রাসেলস ভাইপার, অতঃপর..

জিজ্ঞাসাবাদের সময় শিমুল স্বীকার করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ তাকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন।

পরে আহমদ উল্লাহকেও পুলিশ আটক করে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ