ময়মনসিংহ নগরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় হত্যা মামলা রয়েছে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে নগরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার মো. মোস্তফা সরকার নিশাত (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক। মোস্তফা জামালপুর সদর উপজেলার প্রয়াত আয়নাল হকের ছেলে।
আজ শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তফা সরকার নগরের কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন।
গোপন খবর পেয়ে ময়মনসিংহের অতিক্তির পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ এবং জেলা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি শহিদুল ইসলাম জানান, মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও তার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলা রয়েছে।