33 C
Dhaka
Sunday, October 19, 2025

কয়েক মিনিটেই বাংলাদেশ দখলের হুঁশি*য়ারি শুভেন্দুর

বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

রোববার (১৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা জানান।

এই নেতা বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বড় ভাই হিসেবে সবকিছু সহ্য করে যাচ্ছি। ইউনূস সরকার উষ্কানি দিচ্ছে যুদ্ধ লাগানোর জন্য।

আরও পড়ুনঃ  ‘হাসিনারেই উৎখাত করছি, আপনেরা কোন হনু হইছেন?’

ইতিমধ্যে ইউনূস সরকার জনসমর্থন হারিয়েছে ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে। ইউনূস সরকার যুদ্ধ লাগিয়ে টিকে থাকতে চাইছে। ভারতীয় বিএসএফ অনেক সংযমের পরিচয় দিচ্ছে।

তিনি আরো বলেন, ভারতীয় জনগণ কাঁটাতারের বেড়া দিতে এগিয়ে আসছে। চোরাকারবারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে প্রশ্নে করলে এই নেতা বলেন, এর জন্য জনগণের সহযোগিতা দরকার কিন্ত পশ্চিমবঙ্গে এটা পাওয়া যাচ্ছে না। এখানে রোহিঙ্গা ও মুসলিমরা জাল আধার কার্ড, ভোটার লিস্টে নাম তুলছে। পশ্চিমবঙ্গে এমন সরকার দরকার, যারা জঙ্গীবাদ নির্মূলে কাজ করবে কেন্দ্রের সাথে। বাংলার লোককেই ঠিক করতে হবে তারা বিষাক্ত সাপ নিয়ে রাত্রীযাপন করবে নাকি সাপকে শেষ করে দিবে।

আরও পড়ুনঃ  সিয়ামকে নিয়ে সিআইডির অভিযানে হাড়গোড় উদ্ধার

সূত্রঃ https://youtu.be/ibUPuP7kCMQ?si=nbM2Y_LTjIXb5lLe

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ