32.8 C
Dhaka
Saturday, August 9, 2025

ভোলায় ১৯ কেজি গাঁ*জাসহ এক নারীর আটক

ভোলায় পুলিশ ১৯ কেজি গাঁজাসহ মিতু আক্তার নামের এক নারীকে আটক করেছে। মঙ্গলবার, ২১ জানুয়ারি, বিকালে জেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সন্ধ্যায় ভোলা সদর মডেল থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, ভোলা ইলিশা লঞ্চঘাটের ইলিশা তদন্ত কেন্দ্রের চেকপোস্টে সন্দেহজনকভাবে এক নারীকে তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  ‘আমাকে বাঁচতে দিলা না, যৌতুকের টাকা শোধ করে দিও’

তল্লাশির সময় ওই নারীর কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা জানান যে, তিনি লক্ষ্মীপুর থেকে ভোলায় গাঁজা নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন: জুয়া বিরোধী অভিযানে জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৭ সদস্য আহত
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত মিতু ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা। তিনি তার স্বামীর সাথে মাদক ব্যবসার সাথে জড়িত। তার স্বামীর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ