29 C
Dhaka
Thursday, February 20, 2025

আ.লীগ নে*তার বাড়িতে চলছিল গোপন বৈঠক

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম এবং বসাকপাড়া এলাকার বিজয় চন্দ্র।

আরও পড়ুনঃ  কুকুর লেলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা

আটকদের স্বজনদের দাবি, ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা ছানুর বাড়িতে গিয়েছিল। অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনে চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক কালবেলাকে জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করেছেন কি না, তা যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ