22 C
Dhaka
Saturday, February 22, 2025

বৈষম্য*বিরোধী কার্যালয়ে হামলার নেতৃত্বে রিফাত রশিদ

রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে মানববন্ধনের সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এ ঘটনার নেতৃত্বে ছিলো- সমন্বয়ক রিফাত রশিদ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই কার্যালয়ে যান সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ রেজা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলাম। সেখানে আমাদের উপর হামলার বিচার চাইতে গিয়েছিলাম। এক পর্যায়ে সেখানে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের উপর চড়াও হতে থাকে। তারা আমার বোনেদের গায়ে হাত দেয়।’

আরও পড়ুনঃ  যে ছেলেকে মর্গে খুঁজেছিলেন বাবা, এখন তিনি সরকারের উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে রিফাত রশিদ, আসাদ বিন রনি, জাহিদ আহসানের নেতৃত্বে আমাদেরকে ডেকে নিয়ে গেইট আটকে মারধর করা হয়। এ ঘটনায় আমাদের ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।’

সংবাদ সম্মেলনে তেজগাঁও কলেজ শিক্ষার্থী মোঃ আজিজ বলেন, ‘বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের কায়দায় ভিন্নমতকে দমনের চেষ্টা করছে। তারা আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করেছে। আমরা আজকের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

হামলার বিষয়ে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে রিফাত রশিদসহ কেন্দ্রীয় সমন্বয়কদের একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ