বেক্সিমকো গ্রুপের আকাশ ডিজিটাল টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক আলমকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যে কর্মকর্তাকে সন্দেহ করে তাকে আটক করেছিল তারেক সেই ব্যক্তি নয়। সে কারণে তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত নথিপত্রে দেখা গেছে আকাশ ডিজিটাল টিভির চিপ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সে নয়। তারেক আলম ওই প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কারণে তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
যদিও এ বিষয়ে দুদকের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি টিম তারেক আলমকে আটক করে। এর পরপরই দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্ব একটি টিম দুপুর ২টার সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়।