33 C
Dhaka
Sunday, October 19, 2025

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের কমা*ন্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের

অধীনস্থ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চ্যাংখালী নামক স্থানে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে তারা জিরো লাইন পরিদর্শন করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলমসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ ১২ জন অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ‘অসদুপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি’

সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহাদ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখা,

সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪টি পিলার পরিদর্শন এবং ওই পিলারসমূহের মধ্যবর্তী ৩ কিলোমিটার রাস্তা জিরো লাইন ধরে হেঁটে পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ