26 C
Dhaka
Friday, October 17, 2025

গু*জবে কান দেবেন না, আমরা নিজ নিজ জায়গায় আছি: আসিফ নজরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। সে বিষয়ে সতর্ক করে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

গতকালের এ গুজবকাণ্ড নিয়ে ফেসবুকে দেওয়া ওই পোস্ট আসিফ নজরুল লিখেছেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ  ভারতের হস্তক্ষেপ ‘মারাত্মক ভুল’ ছিল: ট্রুডো

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তাঁদের বিরুদ্ধে দেশত্যাগসহ পদত্যাগের মতো গুজর ছড়িয়ে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে এবার মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ