34 C
Dhaka
Saturday, October 18, 2025

ফেলানী হ*ত্যায় সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে : জামায়াত আমির

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমি লজ্জিত, ১৪ বছর পর ফেলানীর বাড়িতে আসলাম। আরও আগে আসা উচিত ছিল, কেনো আসতে পারি নাই তা আপনারা জানেন। ফেলানী নিহতের ঘটনায় শুধু ফেলানীর বাবা-মা নয়, শুধু গ্রামবাসী নয়, সারা বাংলাদেশ কষ্ট পেয়েছে। এ ঘটনায় সারা বিশ্ব তাদেরকে (ভারত) ছি, ছি দিয়েছে।

বিজ্ঞাপন

ফেলানী হত্যার বিচার চেয়ে কর্মসূচি করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কর্মসূচি করেছি, বিবৃতি দিয়েছি, এ নিয়ে কথা বলেছি। এটার আমরা ন্যায় বিচার চাই। বর্তমান যে সরকার রয়েছে, যদিও অস্থায়ী সরকার তারপরেও তাদেরকে বলব—এ ব্যাপারে তাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গু-লিবর্ষণ

জামায়াত আমির বলেন, ফেলানীর পরিবার ভারতীয় মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ বা মাসুমের সহযোগিতায় সর্বোচ্চ আদালতে যে রিট পিটিশন করেছে। সেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন হলে করবো।

এদিন কবর জিয়ারত শেষে ফেলানীর পরিবারের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। তিনি ফেলানীর বাবার হাতে নগদ অর্থ ও পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পরে একটি পথসভায় বক্তব্য দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএমকে

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ