27 C
Dhaka
Sunday, October 19, 2025

প্রকাশ্যে মাসুদ কামালকে ক্ষমা প্রার্থনা করতে হবে: পিনাকী

সময়ের আলোচিত বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, মাসুদ কামাল টকশোতে বলেছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি করে পলাইছি।

আমি কী দুর্নীতি করছি, সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানাসহ যেকোন আইনি বা প্রশাসনিক নথি তাকে সাতদিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি।

যদি সে না পারে প্রকাশ করতে তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দুইটার যদি কোনটাই না করে তাহলে এর কন্সিকুয়েন্স তাকেই বহন করতে হবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মহিউদ্দিন ৫ দিনের রিমা*ন্ডে

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পিনাকী আরও বলেন, এই কন্সিকুয়েন্স শুধু মাসুদ কামাল না তার মতো বাঙ্গু সব জাউড়ার জন্য আগামী একশো বছর একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। বাংলাদেশের সব জাউড়া জানবে জাউড়ামোর কী পরিনতি হয়। আর মজলুমেরা জানবে কীভাবে প্রত্যাঘাত করতে হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ