29.1 C
Dhaka
Monday, August 11, 2025

ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম পারভেজ (২৫)। তিনি মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রির সহকারী। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।

নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সঙ্গে রোববার (২ মার্চ) বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ‘নামাজের বিরতিতে সিল মেরে ব্যালট ঢুকানো হতো বক্সে’

এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুল পারভেজের সঙ্গে ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে।

এক পর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। তারা দুজনই গলিপথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  আমরা বাংলাদেশের ওপর নির্ভরশীল নই, তারা নির্ভরশীল : শুভেন্দু

এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় কিশোর গ্যাং এর দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ