31 C
Dhaka
Saturday, October 18, 2025

যে কারণে নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো কারিগরি শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সমর্থন দেয়ার চেষ্টা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে কারিগরি শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তারা এ কথা জানায়।

বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লেখ করেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আন্দোলনের প্রতি সমর্থনের নামে বিবৃতি ও প্রচারণা চালাচ্ছে। তারা কটাক্ষ করে বলেন, ‘কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এই সমস্ত জঘন্য, নিকৃষ্ট, স্বার্থান্বেষী ও রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আমরা তাদের তথাকথিত সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

আরও পড়ুনঃ  নতুন শিক্ষাক্রমে শিশুরা ঘুমানোর সময়ও পাচ্ছে না

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে সংগঠন বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখল, নির্যাতন ও হত্যার মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছে, তারা আবার সমর্থন দিচ্ছে এটা হাস্যকর। তাদের সমর্থন আমাদের জন্য অপমানজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

বিবৃতিতে নেতারা দাবি করেন, কারিগরি ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র, অহিংস এবং ছাত্রবান্ধব আন্দোলন। তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন বা হস্তক্ষেপ চায় না। যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় কিংবা আন্দোলনের সঙ্গে নিজেদের জড়াতে চাইছে, আমরা তাদের চিহ্নিত করছি এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুনঃ  নব্য আওয়ামী লীগের রূপরেখা : ভারতের বার্তা ও নেতাদের পরিকল্পনা

আন্দোলনকারীরা স্মরণ করিয়ে দেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা। আমরা নিজেরাই এই সরকার গঠন করেছি এটা ছাত্র জনতার সরকার। তাই সরকারকে অস্থিতিশীল করতে কারিগরি ছাত্র আন্দোলন ব্যবহার করার সুযোগ কাউকে দেয়া হবে না।

তারা আশা প্রকাশ করেন, সরকারপক্ষ তাদের যৌক্তিক ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে এবং শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনবে। একইসঙ্গে, আন্দোলন দীর্ঘায়িত হলে নানা পক্ষ ষড়যন্ত্রমূলক প্রচারণায় নামবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা।

বিবৃতির শেষাংশে বলা হয়, এ আন্দোলনে কোনো সন্ত্রাসী, রাজনৈতিক অনুপ্রবেশকারী কিংবা অপকর্মে জড়িতদের স্থান নেই। আমরা যেকোনো অপপ্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ