25 C
Dhaka
Monday, April 28, 2025

শহীদ জিয়ার মাজার পরিচ্ছন্ন করলেন জাবি ছাত্রদলের নেতা-কর্মীরা

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওয়াসিফ আহমেদ অনিকসহ প্রায় ১৫ জন ছাত্রনেতা অংশ নেন।

রবিবার (২০ এপ্রিল) তারা মাজারে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার এলাকা ও আশপাশের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। মাজার এলাকায় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেনা*বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, জিয়াউর রহমানের মাজার এলাকায় পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এমন অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষের চরম উদাসীনতা স্পষ্টভাবে চোখে পড়েছে। এ অবহেলার প্রতিবাদেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করবেন, ততদিন পর্যন্ত আমরা প্রতি মাসের তৃতীয় সপ্তাহের রবিবার অথবা সোমবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, সম্মানজনক স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণে সবার দায়িত্বশীল হওয়া উচিত।’

আরও পড়ুনঃ  সাবান*সহ ৬৫ প*ণ্যে ভ্যাট বাড়ছে

শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কে এম রিয়াদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানাতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা চাই, ভবিষ্যতে সবাই এমন সামাজিক দায়িত্বে অংশ নিক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য মেহেদী হাসান, তমাল রায়, হাসান মাহমুদ ও মো. জাবের হাসানসহ অনেকে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ