চলমান তীব্র দাবদাহ থেকে ছাত্রদের স্বস্তি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্য সেন হলে ঠান্ডা পানির মেশিন স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের মেস নেক্সাস এর পাশে একটি ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। উদ্যোগটির মূল পরিকল্পনায় ছিলেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ও ঢাবি শাখার শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর।
এ বিষয়ে নুরুল ইসলাম নূর বলেন, ক্যাম্পাসজুড়ে চলছে অসহনীয় গরম। এ প্রতিকূল আবহাওয়ায় সূর্য সেন হলের শিক্ষার্থীরা যেন সহজেই ঠান্ডা পানি পান করতে পারেন—সেই মানবিক ভাবনা থেকেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, একটি ছাত্রবান্ধব সংগঠন হিসেবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলেই ঠান্ডা পানির মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় সূর্য সেন ও জিয়া হলে ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য হলেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করব, যেন সব শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসতে পারেন।