29 C
Dhaka
Tuesday, August 26, 2025

যেভাবে বিনামূল্যে দেখবেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

বহুল আলোচিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে দর্শক আগ্রহ বেশ তুঙ্গে। প্রায় আড়াই বছর পর সিরিজটির নতুন সিজন সম্প্রচার শুরু হয়েছে ওটিটি প্লাটফর্মে। কিন্তু নতুন সিজন এখনো ইউটিউবে না আসায় এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অনেক দর্শক। এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে সুখবর দিলেন নির্তামা কাজল আরেফিন অমি।

এ নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ইউটিউবে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ সিরিজ। ইউটিউবে কোনো টাকা খরচ করা ছাড়াই বিনামূল্যে নতুন সিজনটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আবার চ্যানেল আইয়ের পর্দাতেও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় দেখা যাবে ধারাবাহিকটি।

আরও পড়ুনঃ  যেদিন থেকে বৃষ্টি বাড়বে!

মঙ্গলবার (২৪ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে নির্মাতা অমি লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসছে।’ আর ফেসবুকে এমন ঘোষণা দেয়ার পরই আলোচনা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানানোর পাশাপাশি ধন্যবাদও জানিয়েছেন তরুণ এ নির্মাতাকে।

এদিকে এর আগেও নির্মাতা অমি জানিয়েছিলেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব প্রচারিত হবে। একইদিন রাত সাড়ে ৯টায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে সিরিজটি।

আরও পড়ুনঃ  আইন*জীবী আলিফ হ*ত্যা: তদন্ত কমিটি থেকে অব্যা*হতি চেয়েছেন সব সদস্য

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। সিরিজটিতে অভিনয় করেছেন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানা প্রমুখ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ