33 C
Dhaka
Saturday, October 18, 2025

এসএসসির ফল প্রস্তুত, জানা গেল প্রকাশের সম্ভাব্য তারিখ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “সম্ভাব্য ফল প্রকাশের তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।” যদিও নির্দিষ্ট দিন উল্লেখ না করলেও তিনি জানান, মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা হয়েছিল ১৫ মে, সে অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তারা।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ‘ঈদ মোবারক’ হাসনাতের, বাকিরা যা বললেন

এ বছর তিনটি বিভাগের—সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী: ১৪,৯০,১৪২ জন

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী: ২,৯৪,৭২৬ জন

কারিগরি বোর্ডের পরীক্ষার্থী: ১,৪৩,৩১৩ জন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই ফল প্রকাশের দিন চূড়ান্ত হবে। নির্ধারিত তারিখে সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ