কয়েক দিন আগেই ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় এক নারীকে দেখে নেটিজেনদের সন্দেহ হয়। কেননা ওই নারীর কোলে একটি ফুটফুটে শিশু কন্যা। নারীর বেশের সঙ্গে ওই শিশু কন্যার কোনো মিল নেই। শিশুটিকে দেখলেই মনে হচ্ছে কোনো অভিজাত পরিবারের সন্তান।
মাথায় সোনালি চুল, চোখে বাদামি ভাব। লাল জামায় বাচ্চাটিকে ওই নারীর কোলে নেটিজেনদের কাছে বেমানান মনে হয়েছিল। তিনি ছবি তুলেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বাচ্চাটি ওই নারীর কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন।এতেই তোলপাড় হয়ে যায়।
শেষ পর্যন্ত জানা যায়, ওই শিশুটির নাম ইরা মনি। ইরা মনিকে নিয়ে তার মা মিরপুর ১১ নম্বরে থাকেন একটি ছোট্ট ঘরে। যার ভাড়া তিন হাজার টাকা।
এই এলাকায় প্রায় সাত বছর ধরে থাকেন নারী। মূলত ওই দিন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন। কেননা বাড়ি ভাড়া বাকি ছিল তিন হাজার টাকা। যদিও পরে বাড়ির মালিক সে ভাড়া মওকুফ করে দিয়েছেন।
তবে ওই নারী এই ঘটনায় শঙ্কিত। তিনি বলেন, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না। আমার স্বামী চলে গেছেন যখন বাচ্চা পেটে ছিল। ওর সাত মাস বয়সে এসে এক মাস থেকে আবার চলে যান। আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি। কাজ চলে গেলে আমাকে কাজ খুঁজতে বাইরে বের হতে হয়। এখন ভয় লাগে আমার বাচ্চা কোন সময় যেন আমার কাছ থেকে কেড়ে নেয়। অনেকেই প্রশ্ন করে এই বাচ্চা কার।’