35 C
Dhaka
Friday, May 9, 2025

নতুন বছরের প্র*থম দিনেই মালয়েশিয়ায় শতা*ধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। নতুন বছরের প্রথম দিনেই দেশটির জোহর ও সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ১৮৫ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হয়, যার ফলে সাধারণ ক্ষমার অধীনে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগও বন্ধ হয়ে যায়। এরপরই ১ জানুয়ারি অভিযানের প্রথম দিন শুরু হয়।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের তথ্য মতে, ১ জানুয়ারি ভোরে জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইট থেকে ১০৫ জন বিদেশিকে আটক করা হয়, এর মধ্যে ৬৪ জন বাংলাদেশি নাগরিক। অন্যান্য আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ইন্দোনেশীয়, মিয়ানমার, পাকিস্তানি নাগরিকও।

আরও পড়ুনঃ  থার্টি*ফার্স্ট’ উদযাপন করতে গিয়ে এস*এসসি পরীক্ষার্থীর মৃত্যু

একই দিন সন্ধ্যা ৬টায় সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বাঙ্গান এলাকায় অভিযান চালিয়ে ১৮০ জনকে আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তাদের মধ্যে ৮০ জনকে আটক করে পুলিশ। এই আটকদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এছাড়া মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার নাগরিকও ছিল।

আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং তাদের স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

অভিবাসন বিভাগ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং যারা অবৈধ অভিবাসীকে আশ্রয় দেবেন অথবা তাদের কাজে নিয়োগ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ