33 C
Dhaka
Monday, October 20, 2025

ষোল বছরের তরুণী বিয়ে করলেন তাহসান, মিথিলা বললেন শিশু নির্যাতন।

সম্প্রতি জনপ্রিয় গায়ক, অভিনেতা এবং সবার প্রিয় তারকা তাহসান খানের বিয়ের খবর নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। তবে এই খবরকে ঘিরে ভক্তদের কৌতূহলের কমতি নেই। অনেকেই মজা করে প্রশ্ন তুলেছেন, “পৌষ মাসের কনকনে শীত সইতে না পেরে কি তাহসান ভাই বিয়ে করেছেন?”

এই মজার প্রশ্নের জবাবে তাহসান খান বেশ রসিকতা করে বলেন, “মোটেও না! এর আগে তো আরও কত পৌষ মাস এসেছে, তখন কি বিয়ে করেছি?” তিনি হেসে আরও যোগ করেন, “আসলে বিয়ের বিষয়টা তো শীত-গ্রীষ্মের ওপর নির্ভর করে না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে যদি শীতের কথা বলি, আমার শীত বেশ ভালোই লাগে। গরম চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোর আনন্দেই শীতকে উপভোগ করি।”

আরও পড়ুনঃ  চাঁনখারপুলে গণহ*ত্যা: কনস্টেবল সু*জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তাহসান আরও জানান, শীতকাল বরাবরই তার পছন্দের ঋতু। “আমার মনে হয় শীতের সময়টায় একটা আলাদা রোমান্টিক আবহ থাকে। হয়তো সেজন্যই এই সময়টা বিয়ের জন্য বেশ জনপ্রিয়।”

বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে একদম ঘরোয়া আয়োজনে, যেখানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। তবে ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা পেয়েছি এতদিন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই নতুন অধ্যায়েও আপনাদের সবার আশীর্বাদ চাই।”

তাহসানের এই জবাব শুনে ভক্তরা যেমন খুশি হয়েছেন, তেমনি অনেকে তার রসবোধের প্রশংসাও করেছেন। নতুন দাম্পত্য জীবন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি মিষ্টি হেসে বলেন, “এটা তো এখনই বলা যাবে না, আপাতত কাজ আর পরিবার দুটোকেই সামলাতে চাই ঠিকঠাকভাবে।”

আরও পড়ুনঃ  যে সকল সুবিধার কারনে চীনের সুপার স্পেশালিস্ট হসপিটাল নীলফামারীতে হচ্ছে

তাহসান খানের এই নতুন যাত্রায় তার ভক্তরা নিশ্চয়ই তার পাশে থাকবে, যেমন তারা সবসময় থেকেছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ