29 C
Dhaka
Thursday, February 20, 2025

বহি*ষ্কৃত নেতার দাবি— কাদেরকে পালাতে সহযোগিতা করেছে যশোর যুব*দলের সা. সম্পাদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালসহ তার পরিবারের চার সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা—এমন অভিযোগ করেছেন দলটির সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন অভিযোগ করেছেন জনি। এ সময় তিনি দলটির জেলা শাখার সভাপতি- সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

এদিকে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ভারতে পালাতে সীমান্তবর্তী জেলা যশোর যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগের লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে গেছে। এর আগে, গত ১৭ ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  ডিবি অফিসে এমন ভয়ংকর নির্যাতন করা হয়েছে—‘মনে হচ্ছিল আমি মরে যাব’

ছবি: যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এসকেন্দার আলী জনি তার ফেসবুকে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ও মাদক সম্রাট শহীদের সহায়তায় পুটখালি ঘাট দিয়ে শেখ হেলালসহ পরিবারের ৪ সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে। সেই তথ্য গোয়েন্দাদের কাছে আছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে এসকেন্দার আলী জনি ফেসবুক লাইভ করেন। বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ  শেষবার ক্যাম্পাসে আসলেন আব্দুল্লাহ, তবে কফিনবন্দী

লাইভে জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের। ৫ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্যে করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছু দিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরও বলেন,‘ঘাট’ শহিদকে ধরলে এতথ্য পাওয়া যাবে। শুধু কাদের নয়; আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক রানা। এতথ্য সব নেতাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে।

আরও পড়ুনঃ  সীমান্তে ধরা খেয়ে যা বললেন সাবেক বিচারপতি মানিক

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। সে সুস্থ নয়। ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছে, সেটা আপনারা তদন্ত করেন। একজন একটা কথা বললেই তো সত্যি হয়ে যায় না।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ