27 C
Dhaka
Monday, March 17, 2025

এমপি আনার হত্যায় এবার আ.লীগ নেতা আটক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসাবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

বৃহষ্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকার ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। কাজী কামাল আহম্মেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

এ আটকের ঘটনায় সংসদ সদস্য আনার হত্যা ঘটনায় আরও উল্লেখযোগ্য তথ্য ও মাস্টার মাইন্ডের নেপথ্যের কারীগরদের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ‘ঈদ মোবারক’ হাসনাতের, বাকিরা যা বললেন

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, বৃহষ্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

স্থানীয়দের দাবি, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডা. টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহম্মেদ বাবু। সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হোতা আমানউল্লাহ ওরফে শিমুল ভইয়া টুটুলেরও নিকট আত্মীয়ও তিনি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ