32.5 C
Dhaka
Saturday, July 12, 2025

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মা মাইমুনা আক্তার। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার ভোররাতে পাহাড়ধসে তাদের ওপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের স্ত্রী মাইমুনা অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুনঃ  আমার মা পদত্যাগ করেননি : জয়

কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল আমার ওয়ার্ডে না হলেও খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

প্রতিবেশী এবং স্বজনরা জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া দেয়নি। পরে স্থানীয়রা মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাবে মতামত দিলেন আন্দোলন সমন্বয়ক

জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম। তার সঙ্গে ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা।

উল্লেখ্য, বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে ১০ জনের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ