29.7 C
Dhaka
Sunday, July 20, 2025

গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র, পরিবারের আর্তনাদ

ফরিদপুর জেলা শহরের টেলাখোলা স্লুইসগেট এলাকায় গোসলে নেমে ফারদিন(১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফারদিন সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং শহরের চরকমলাপুর বালুর মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে।

এসময় স্থানীয়রা ফরিদপুর ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি টিম বিকেল ৬টার দিকে স্লুইসগেট এলাকায় উদ্ধার অভিযানে যান। পানির স্রোত বেশি ছিল। গেট কিছুটা বন্ধ করে স্রোত কমিয়ে তাকে খোঁজার চেষ্টা করা হয়। ঘণ্টাব্যাপী খোঁজার পরও লাশের সন্ধান মেলেনি। এখনও এক নজরে লাশের দেখা পাওয়ার আশায় প্রহর গুণছে তার পরিবার।

আরও পড়ুনঃ  কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, বললেন- দেখা হবে শিগগিরই

জানা যায়, দুই বন্ধু বিকেলে কোচিং এ গিয়েছিল। সেখান থেকে তারা স্লুইসগেটে এসে গোসলে নামে। পানির স্রোতে দুজনেই ডুবে যায়। একজন উদ্ধার হলেও ফারদিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি ছেলে পুরাতন স্লুইসগেটের নিচের দিকে র‍্যালিংয়ের পাশে সাইকেল ও ব্যাগে রেখে ওপর থেকে লাফ দিয়ে গোসল করতে থাকে। হঠাৎ তাদের পানির স্রোতে হাবুডুবু খেতে দেখা যায়।

এসময় স্থানীয়রা বাঁশ ও দড়ি ফেলে একজনকে টেনে উপরে তুলে। অপরজন পানির তীব্র স্রোতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস সন্ধ্যা পর্যন্ত খোঁজার চেষ্টা করে তাকে খুঁজে পায়নি।

আরও পড়ুনঃ  ‘বাংলা ব্লকেড’ করার ঘোষণা দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা

এদিকে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ ওই তরুণকে উদ্ধারে তৎপরতা চলছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ