গাজীপুরের টঙ্গীতে জান্নাত (১৮) নামে এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাত টঙ্গীর পাগাড় এলাকায় দাদা গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পুকুরপাড় গ্রামের হাবিবের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা থেকে কাজ শেষে বাসায় আসেন জান্নাত। সন্ধ্যার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা আনোয়ার জানান, জান্নাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার গলায় ফাঁস লাগার চিহ্ন রয়েছে।
নিহত জান্নাতের বাবা হাবিব জানান, ছয় মাস আগে জান্নাতের বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহে দুই মাসের মাথায় আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।