29 C
Dhaka
Thursday, February 20, 2025

পরিচয় মিলেছে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর

ঢাকা কলেজের বিপরীত পাশে সংঘর্ষে নিহত অজ্ঞাত সেই যুবকের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম মো. সবুজ আলি। তিনি নীলফামারী সদর উপজেলার বাদশা আলীর ছেলে। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আঙ্গুলের ছাপ নিয়ে সবুজের পরিচয় নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নর্থ হলের ২০৫ নম্বর রুমে থাকতেন সবুজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলী।

এর আগে, মঙ্গলবার বিকেলে এদিন দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্স ল্যাবমোড় পর্যন্ত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে: সমন্বয়ক ফাতেমা

এ সময় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সবুজকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তখন তার পরিচয় জানা যায়নি।

সবুজ ছাড়াও এদিন ঢাকার ওই এলাকায় এই সংঘর্ষে মো. শাহজাহান নামে আরেক যুবক নিহত হন। সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় সিটি কলেজের সামনের রাস্তায় পড়ে ছিলেন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নি*হত ১৪

পরে সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পরে শাহজাহানের মা আয়েশা খাতুন হাসপাতালে এসে ছেলেকে শনাক্ত করেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ