30 C
Dhaka
Thursday, February 20, 2025

শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন কুবি শিক্ষক

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় তাদের পাশে আছেন বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লতা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট দেন কুবির এই শিক্ষক। পরে ঢাকা পোস্টকে ওই স্ট্যাটাসের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে স্ট্যাটাসে কুবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস লতা লিখেন, ‘আজ আত্মার মৃত্যু, বিবেকের মৃত্যু…ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিস্তীর্ণ মহাশ্মশানের নীরবতা…এই মহাশ্মশানের নীরবতা আর উল্লাস প্রকাশ যেনো অনুরূপ ও সমান্তরাল আমি শিক্ষক তোমাদের জন্য… মনে রাখবা আমরা আলাদা নই।’

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তনের পর ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস লতা ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকা, শিক্ষক হিসেবে নৈতিক দায়িত্ব মনে করছি। শিক্ষার্থীরা আমাদের সন্তান। সন্তানের পাশে থাকা প্রতিটি মা এবং বাবারই তো দায়িত্ব। তাদের নিরাপত্তার জন্য আমি সবসময় পাশে থাকবো।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ