24 C
Dhaka
Wednesday, February 19, 2025

কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিৎ। শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। সার্বিক পরিস্থিতি যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন, বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আমরা আরও একবার বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে মানুষের অধিকার যেন সমুন্নত রাখা হয়।

আরও পড়ুনঃ  ঢাবি শিবির নেতা মহিউদ্দিন অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে সিজিপিএ-৪!

এর আগে, স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, এ হামলায় শত শত মানুষ আহত হয়েছেন ও দুজন নিহত হয়েছেন বলে দাবি করেন ম্যাথিউ মিলার।

মঙ্গলবার (১৬ জুলাই) কোটা আন্দোলন নিয়ে ম্যাথিউ মিলারের এই বক্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ