20 C
Dhaka
Monday, February 24, 2025

আওয়ামী লীগ নিজেদের কর্মফল ভোগ করছে : সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ক্ষমতায় থাকাকালে নিজেদের কর্মকাণ্ডের ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে এবং ভবিষ্যতেও করবে।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সমন্বয়ক সারজিস।

২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের কথা স্মরণ করে সারজিস আলম বলেন, ‘সে সময় আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ব্যবহার করে অসংখ্য আলেমকে অবমাননাকর কাজ করতে বাধ্য করেছে। ওই ঘটনার সচিত্র প্রমাণ ও ভিডিও এখনও আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছে তার ফল এখন ভোগ করছে এবং ভবিষ্যতেও ভুগবে।’

আরও পড়ুনঃ  ‘চট্টগ্রাম নয়, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না’

১৫ আগস্টকে শোক দিবস হিসেবে পালন প্রসঙ্গে সারজিস বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন ঘটনাটি ঘটে তখন সারা দেশে মিষ্টি বিতরণ করা হয়। কেন? কারণ আপনি যদি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘটনাবলির দিকে তাকান, সেখানে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের চরম পর্যায় ছিল। ১৫ আগস্ট ছিল সেই সময়ের একটি বৃহত্তর বিপ্লবের ফল।’

ধানমণ্ডি ৩২ নম্বরে কাউকে শ্রদ্ধা নিবেদন বা ফুল দিতে বাধা দেওয়ার অধিকার কারো নেই বলেও এ সময় মন্তব্য করেন সারজিস।

আরও পড়ুনঃ  ক্যান্সার কোষকে স্বাভাবিক কোষে রূপা*ন্তরের নতুন প্রযুক্তি আবিষ্কার

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘জাতীয় সংকটের সময় তাদের অবদানের জন্য আমরা আমাদের সহপাঠীদের ধন্যবাদ জানাই। কিন্তু এখন তাদের পড়াশোনায় ফিরতে হবে। দিন শেষে দেশকে এগিয়ে নিতে হলে দরকার শিক্ষিত তরুণ প্রজন্ম।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ